Notifications
Clear all
Topic starter
03/02/2025 4:10 pm
আমি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে চাই এবং স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার পরিকল্পনা করছি। সেক্ষেত্রে আমাকে কত টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে, তা নিয়ে একটু বিভ্রান্তি আছি। এটা কি কোর্স ফি ও জীবনযাত্রার খরচের ওপর নির্ভর করে?
This topic was modified 8 months ago by Hassan
26/08/2025 11:12 am
বর্তমান সময়ে অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা করতে বাংলাদেশি টাকায় আনুমানিক 40–45 লাখ টাকা প্রয়োজন হয়। এটা একটা এভারেজ নাম্বার। আপনার পরিস্থিতি অনুযায়ী কম বেশি হতে পারে।
যেমন, টিউশন ফি ২০ থেকে ৪০ লাখ পর্যন্ত হতে পারে। আবার বাৎসরিক লিভিং কস্ট আছে ২০ থেকে ৩০ লাখের মতো। আর সাথে যদি স্পাউস বা বেবি থাকে তাহলে খরচ আরো অনেক বেশি বাড়বে।
ব্যাংক ব্যালেন্স অন্তত ৬ মাস ধরে ব্যাংকে রাখলে ভালো। হঠাত করে সব টাকা ব্যাংকে রেখে প্রুফ দেখালে তারা সন্দেহ করতে পারে।