GS question সম্পর্কে বিস্তারিত জানতে চাই। এটি কি নিজে লিখতে হয় না প্রোফেশনাল কারো সাহায্য নেয়া লাগবে?
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে GS question বলতে সাধারণত বোঝায় Genuine Student Question বা Genuine Student Requirement। এর উদ্দেশ্য হচ্ছে আপনি সত্যিই পড়াশোনার উদ্দেশ্যে যাচ্ছেন কি না তা নিশ্চিত করতে। এটাকেই সংক্ষেপে GS statement / GS question বলা হয়।
Genuine Student (GS) Question/Statement এর কিছু কমন প্রশ্ন হচ্ছেঃ
- আপনি কেন অস্ট্রেলিয়ায় পড়তে যেতে চান?
- কেন ওই কোর্স/ইউনিভার্সিটি বেছে নিয়েছেন?
- আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
- দেশে ফিরে কী করবেন?
- আর্থিকভাবে পড়াশোনার খরচ কীভাবে সামলাবেন?
GS Question/Statement লেখার কিছু নিয়ম আছে। যেমনঃ
১। প্রথমে নিজের ব্যাকগ্রাউন্ড যেমন শিক্ষা, পরিবার, পূর্বের পড়াশোনা ইত্যাদি সংক্ষেপে লিখুন।
২. তারপর কেন অস্ট্রেলিয়াকে বেছে নিয়েছেন। এখানের শিক্ষার মান, আন্তর্জাতিক র্যাংকিং, সেফটি, রিসার্চ সুযোগ ইত্যাদি নিয়ে লিখুন।
৩. তারপর আপনার কোর্স কেন আপনার ক্যারিয়ারের সাথে মেলে, এই বিশ্ববিদ্যালয় কেন (স্পেসিফিক কারণ যেমন কারিকুলাম, ল্যাব, ইন্ডাস্ট্রি কানেকশন ইত্যাদি) পারফেক্ট ম্যাচ এটা লিখুন।
৪. পড়াশোনা শেষ করে দেশে বা আন্তর্জাতিকভাবে কী করতে চান এটা নিয়ে লিখুন। যেমন, দেশে ফিরে লেকচারার হিসেবে কোন বিশ্ববিদ্যালয়ে জয়েন করবেন।
৫. কীভাবে টিউশন ও লিভিং খরচ চালাবেন
৬. পড়াশোনা শেষে ফিরে যাওয়ার কারন যেমন পরিবার, ক্যারিয়ার সুযোগ, সম্পদ ইত্যাদি যা প্রমাণ করে আপনি দেশে ফিরে আসবেন।
৭. সংক্ষেপে শেষ করুন কেনো আপনি একজন Genuine Student এবং অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে দেশে ফিরে ক্যারিয়ার গড়তে চান।
ধন্যবাদ।