আমি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে চাই কিন্তু IELTS স্কোর সম্পর্কে নিশ্চিত নই। স্টুডেন্ট ভিসার জন্য ন্যূনতম কত স্কোর লাগবে? এটি কি কোর্স ও বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করে?
অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা (Subclass 500) এর জন্য IELTS স্কোরের শর্তটা মূলত তিনটি বিষয়ের উপর নির্ভর করে। যথাঃ
১। আপনি কোন ইউনিভার্সিটিবা ইনস্টিটিউট এ ভর্তি হচ্ছেন
২। কোন কোর্স (ব্যাচেলর, মাস্টার্স, ডিপ্লোমা ইত্যাদি) করছেন
৩। আপনার পূর্ববর্তী ইংরেজি ব্যাকগ্রাউন্ড কেমন।
সাধারণত সব বিশ্ববিদ্যালয়েই কমপক্ষে 6.0 স্কোর লাগে। তাছাড়া বর্তমানে চাহিদা আরো বেড়ে যাওয়ায় ভালো স্কোরের স্টুডেন্ট সংখ্যাও প্রচুর। সেক্ষেত্রে কম স্কোরে চান্স নাও পাওয়া যেতে পারে।
তবে, কিছু বিশ্ববিদ্যালয় বা কোর্সে ব্যতিক্রম থাকতে পারে। যেমন ডিপ্লোমা বা ভোকেশনাল কোর্সগুলোতে অনেক সময় 5.5 ওভারঅল মেনে নেয়।
আবার মেডিসিন, ল' বা হেলথ-সায়েন্স এর মতো কোর্সে কমপক্ষে 7.0+ লাগে।
যদি আপনার পূর্বে ইংরেজি মাধ্যমে পড়াশোনা হয়ে থাকে, তবে কিছু ক্ষেত্রে IELTS ছাড়াও ভর্তি সম্ভব। তবে সেক্ষেত্রেও ভিসার সময়ে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট IELTS চাইতে পারে। তাই জটিলতা এড়াতে ভালো স্কোরের বিকল্প নেই।