Notifications
Clear all

জাপানে স্কলারশিপ পাওয়ার উপায়

2 Posts
2 Users
0 Reactions
77 Views
 raha
(@raha)
Eminent Member
Joined: 2 months ago
Posts: 11
Topic starter  

জাপানে মাস্টার্সে গেলে কী স্কলারশিপ পাওয়া যাবে? বিস্তারিত জানতে চাই।


   
Quote
(@jubayer)
Active Member
Joined: 2 months ago
Posts: 9
 

জাপান পড়াশোনার জন্য আদর্শ একটি দেশ। বাংলাদেশ থেকে প্রতি বছর উল্লেখযোগ্যক সংখ্যক ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করতে আসে। 

জাপানে স্কলারশিপ পাওয়ার জন্য কয়েকটি নির্দিষ্ট উপায় আছে। এখানে সরকারি এবং বেসরকারি উভয় ধরনের সুযোগ রয়েছে। নিচে জনপ্রিয় কিছু স্কলারশিপের সংক্ষিপ্ত বর্ননা দেয়া হলোঃ

১. মোনবুকাগাকুশো (MEXT) স্কলারশিপ: জাপান সরকারের এই স্কলারশিপটি সবচেয়ে জনপ্রিয়। এটি টিউশন ফি, যাতায়াত খরচ এবং মাসিক ভাতা প্রদান করে। আবেদন করতে হলে জাপানি দূতাবাস বা সরাসরি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আবেদন করতে হয়।

২. জেএসপিএস (JSPS) গবেষণা স্কলারশিপ: যারা পিএইচডি বা পোস্টডক্টরাল গবেষণার জন্য যেতে চান, তাদের জন্য এটি অন্যতম ভালো সুযোগ। আবেদনকারীর গবেষণার মান এবং প্রস্তাবনাই মূল সিদ্ধান্ত গ্রহণের প্রধান ভিত্তি।

৩. বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্কলারশিপ: জাপানের অনেক বিশ্ববিদ্যালয় যেমন টোকিও ইউনিভার্সিটি, কিয়োটো ইউনিভার্সিটি ও ওসাকা ইউনিভার্সিটি নিজস্ব স্কলারশিপ প্রোগ্রাম চালু রেখেছে। মেধাবী এবং গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা এগুলো পেয়ে থাকেন।

৪. বেসরকারি ও ফাউন্ডেশন স্কলারশিপ: জাপানে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান যেমন জাসো (JASSO), মিতসুবিশি ফাউন্ডেশন ও অন্যান্য সংস্থা বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দিয়ে থাকে। এগুলোর জন্য নির্দিষ্ট যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

সাধারণত ভালো একাডেমিক রেজাল্ট, গবেষণার দক্ষতা, ভাষার যোগ্যতা এবং সঠিকভাবে আবেদন করার দক্ষতা স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়।

This post was modified 2 months ago by jubayer

   
ReplyQuote

Aspirants
Logo