Notifications
Clear all

চীনে স্কলারশিপ পাওয়ার উপায় কী?

2 Posts
2 Users
0 Reactions
27 Views
(@mehedi)
Trusted Member
Joined: 1 month ago
Posts: 20
Topic starter  

এশিয়ার মধ্যে চীনে স্কলারশিপ পাওয়ার জন্য কী কী করা লাগবে?


   
Quote
(@jubayer)
Active Member
Joined: 2 weeks ago
Posts: 9
 

চীনে পড়াশোনার উদ্দেশ্যে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী বাংলাদেশ থেকে যায়। এখানে স্কলারশিপ পাওয়ার জন্য একাডেমিক রেজাল্ট, ইংরেজী অথবা চাইনিজ ভাষার দক্ষতা গুরুত্বপূর্ণ। সরকারি ছাড়াও বিশ্ববিদ্যালয় ভিত্তিক এবং বেসরকারি বিভিন্ন স্কলারশিপও পাওয়া যায়।

নিচে চায়নার কিছু কমন স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে আলোচনা করা হলোঃ 

১. চায়না গভর্নমেন্ট স্কলারশিপ (CSC): এটি চীনা সরকারের সবচেয়ে বড় স্কলারশিপ প্রোগ্রাম। এই স্কলারশিপে টিউশন ফি, আবাসন থেকে শুরু করে মাসিক ভাতা পর্যন্ত প্রদান করে থাকে। সাধারণত চীনের দূতাবাসের মাধ্যমে বা সরাসরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়।

২. বিশ্ববিদ্যালয় স্কলারশিপ: পেকিং ইউনিভার্সিটি, ত্সিংহুয়া ইউনিভার্সিটি ও ফুদান ইউনিভার্সিটির মতো অনেক শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব স্কলারশিপ অফার করে। এগুলোর জন্য সাধারণত ভালো একাডেমিক রেজাল্ট এবং ভাষার দক্ষতা প্রয়োজন হয়।

৩. কনফুসিয়াস ইনস্টিটিউট স্কলারশিপ: যারা চাইনিজ ভাষা ও সংস্কৃতি নিয়ে পড়াশোনা করতে চায় তাদের জন্য এটি একটি ভালো সুযোগ। এটির জন্যে HSK (Chinese Proficiency Test) স্কোর লাগতে পারে।

৪. প্রাদেশিক ও শহর ভিত্তিক স্কলারশিপ: কিছু প্রদেশ ও শহর যেমন বেইজিং, সাংহাই, জিয়াংসু ইত্যাদি বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা স্কলারশিপ প্রদান করে। তবে সবসময় এ ধরনের স্কলারশিপ পাওয়া না ও যেতে পারে।

এসবের বাইরেও কিছু প্রতিষ্ঠান গবেষণা ও বিশেষ ক্ষেত্রের জন্য স্কলারশিপ দিয়ে থাকে যেমন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ স্কলারশিপ।

চীনে স্কলারশিপের সকল তথ্য সম্পর্কে জানতে এক্সপার্ট কারো কাছ থেকে আরও বিস্তারিত জেনে নিলে ভালো হবে।


   
ReplyQuote

Aspirants
Logo